সিটিজেন চার্টার
০১. উপজেলা ভুমি অফিস
সেবার নামঃ ভূমিহীনদের মাধে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী
জেলা প্রশাসক ঃ
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
উপজেলা নির্বাহী অফিসার।
সহকারী কমিশনার (ভুমি)
সেবা প্রদানের পদ্ধতি (সংক্ষেপে) আবেদন প্রাপ্তীর পর আবেদনকারী প্রকৃত ভূমিহীন কিনা তা ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্য সভা আহ্বান করে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি কতৃক যাচাই করা হয়। পরবর্তীতে উপজেলা ভূমি অফিসে সংশ্লিষ্ট এন্ট্রি (রেজিষ্ট্রার-১২) দিয়ে সরেজমিনে তদন্ত ও রেকর্ডপত্র যাচাই অন্তে প্রস্তাব/প্রতিবেদন দাখিলের জন্য ইউনিয়নের ভূমি অফিসে প্রেরন করা হয়। চাহিত ভূমির আবস্থান ও রেকর্ডপত্র যাচাই করে প্রস্তাব/প্রতিবেদন উপজেলা ভূমি অফিসে প্রেরন করা হয়। প্রাপ্ত প্রস্তাবের উপর উপজেলা ভূমি অফিসের কানুনগো/সার্ভেয়ারের মতামত গ্রহন এবং আবেদন সংশ্লিষ্ট কৃষি খাস জমির স্কেচ ম্যাপ তৈরি করা হয়। অতঃপর বদোবস্ত প্রস্তাব উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপন কা হয়। এবং তা জেলা কমিটিতে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালযে প্রেরন করা হয় এবং তা কমিটিতেঅনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরন করা হয়।জেলা প্রশাসকের কতৃকচুড়ান্তচুড়ান্ত অনুমোদনের পর সহকারী কমিশনার (ভুমি) কতৃক কবুলিয়াত সম্পাদন করা হয়। ভূমিহীনদের দকল বুঝিয়ে দেওয়া হয়। তাছাড়া নামজারির ও জমাভাগকরন এবং রেকর্ড সংশোধনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরন করা হয়ে থাকে। রেকর্ড সংশোধেনের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা তামিল প্রতিবেদন উপজেলা ভূমি অফিসেপ্রেরন করার কাজটি সম্পন্ন হয়।
সময়ঃ সাধারনত
৬০/৯০ দিন
খরচ ঃ সালামি-১ টাকা
রেজিষ্ট্রেশন ফি-২৪০ টাকা।
সংশ্লিষ্ট আিইন ও বিধীমালা
১. কৃষি খাস জমি ব্যবস্থাপনা বদোবস্ত নীতিমালা ১৯৯৭.
২. ভুমি ব্যবস্থাপনা ম্যানুয়াল-১৯৯০
৩. ভূমি সংসস্কার অধ্যদেশ-১৯৮৪
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)